মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টেম্পুর ধাক্কায় উজ্জ্বল মিয়া (১৩) নামে এক পিইসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাজার গেইট-ধরমন্ডল সড়ক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল বাঘাসুরা গ্রামের দিনমজুর কৃষক খলিল মিয়ার ছেলে। সে পশ্চিম বাঘাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
বাঘাসুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফিরে কাজের জন্য হাওরে যায় উজ্জ্বল। কাজ শেষে সন্ধ্যার দিকে ফেরার পথে মাজার গেইট-ধরমন্ডল সড়ক এলাকায় একটি টেম্পুর তাকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।