বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরী এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আদমপুর মণিপুরী
কালচারাল কমপ্লেক্সে এল, রাজকুমার সিংহের সভাপতিত্বে ও আয়েকপাম অঞ্জুর সঞ্চালনায়
আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন।
আলোচনায় অংশ নেন কবি ও গবেষক এ, কে, শেরাম, মণিপুরী লোক গবেষক হামোম তনুবাবু, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত কুমার সিংহ, কবি সনাতন হামোম, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, শাব্বির এলাহী, সংস্কৃতি কর্মী ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ।
এর আগে সকালে মণিপুরী শিশু কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদেরকে পুরষ্কার, কৃতি ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।