করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কিবরিয়া হত্যা মামলা: সাক্ষী না আসায় তারিখ ফের পেছালো

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধিঃ সাক্ষী হাজির না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ আবারো পিছিয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে শুনানি শেষে আগামী ৭ জানুয়ারি (সোমবার) পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক।

আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকল সাক্ষী হাজির না থাকায় বিচারক শুনানি শেষে ৭ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। তবে জামিনে মুক্ত থাকা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ৯ আসামী আদালতে হাজিরা দিয়েছেন।

আলোচিত এই মামলার ১৭১জন স্বাক্ষীর মধ্যে ইতিমধ্যে বিভিন্ন তারিখে ৪৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়াসহ ৫ জন, আহত হন অন্তত ৪৫ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ