করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে “বঙ্গবন্ধু ও চা শ্রমিক” মঞ্চায়ন

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রীমঙ্গল সরকারি কলেজ সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় অংশ হিসাবে কলেজ থিয়েটারের পরিবেশনায় নাটক ‘বঙ্গবন্ধু ও চা শ্রমিক’ মঞ্চায়িত করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ মার্চ দুপুর ১২ টায় সহকারী অধ্যাপক সুদর্শন শীলের পরিকল্পনায়, প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সম্পাদনায় এবং মোঃ আশিকুর আশিকের নির্দেশনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হয়।

এ উপলক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোঃ মহসীনের সভাপতিত্ব ও বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, দীপংকর ভট্টাচার্য, মামুন আহমেদ, সহকারী অধ্যাপক সুদর্শন শীল, সহকারী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার, সহকারী অধ্যাপক মোঃ শোমশের আলী, দশরথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম মিটু। উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক মোঃ ফজলুল হক প্রমুখ।

নাটকে চরিত্র রূপায়ণ করে রাবেয়া সুলতানা তমা, স্বর্ণা দেবী, শাহীনুর আক্তার, খাদিজা আক্তার রিয়া, অনন্যা ভর বর্ষা, দীপ্ত আদিত্য, প্রীতি কুর্মী, মোঃ সালমান মিয়া, তানজিনা আক্তার, অর্পিতা রায়, মোঃ আরিফ হোসেন, চৈতী রায়, মাহিদুল ইসলাম আমান, সুইটি বিশ্বাস ও অমিত রায়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ