করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে দুই দিনে করোনায় আক্রান্ত ৮ জন

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ করে বেড়ে গেছে করোনা রোগীর সংখ্যা। গত দুই দিনে নতুন করে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত দুই দিনে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন এবং বাকি ৭ জন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ক্যাথলিক মিশন রোডের ১জন, কালাপুর ইউনিয়নের ১জন, পশ্চিম ভাড়াউড়ার ১জন, কলেজ রোডের ২ জন, আমতইল চা-বাগানের ১ জন, মাকরিছড়ার ১ জন।

করোনার ২য় ঢেউ মোকাবেলায় পুলিশ মাস্ক বিতরণ ও সচেতনতার জন্য মাইকিং অব্যাহত রেখেছে।
সরজমিন দেখা গেছে, গণপরিবহনে চালকের মাস্ক নেই। রিকশা, সিএনজিচালিত আটোরিকশা, টমটমে স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রী উঠানো হচ্ছে। সবজি বাজার, মাছ বাজার ঘুরে দেখা যায় কেউই স্বাস্থ্যবিধি না মেনেই ক্রয় বিক্রয় করছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, ‘শ্রীমঙ্গলে নতুন করে আবারো করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা গত তিন দিনে ৬ হাজার মাস্ক বিতরণ করেছি এবং প্রতিদিন হ্যান্ডমাইক নিয়ে শহরে সচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ