মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় আনোয়ার কাজী (৪০) নামের এক যুবলীগ নেতা নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহত আনোয়ার কাজী ভাটিপাড়া গ্রামের মৃত আওয়াল কাজীর ছেলে।
বুধবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা ভাটিপাড়া গ্রামে আনোয়ার কাজীর বসত ঘরের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় বিগত কয়েক মাস আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন যুবলীগ নেতা আনোয়ার কাজীর বড় ভাই ইউনিয়ন যুবলীগ সভাপতি সানোয়ার কাজী। এর জেরে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল, গ্রামের পূর্বপ্রান্তে জমিদারদের ও সানোয়ার কাজীদের ডুবা রয়েছে, ডুবাটি চেয়ারম্যানের লোকজন দখল করার চেষ্টা করে।
এনিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দিলে বুধবার সকালে ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী তার লোকজন সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই আনোয়ার কাজী নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে, মামলা দায়ের প্রস্তুতি চলছে।