করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিশ্বনাথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২১ মার্চ, ২০২১

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে রাতের আধারে এলোপাথাড়ি কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে বিশ্বনাথ পৌর শহরের উপজেলা রোডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর ইমরান হোসেন সায়মন (৩২) উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মকছন্দর আলীর ছেলে। এলাকায় সায়মনের একটি মুদি দোকান রয়েছে।

নিহতের প্রতিবেশী সাবেক ইউপি সদস্য নূরুল হক জানান, ইমরান হোসেন সায়মন তার চাচাতো ভাই লায়েক ও ফয়েজকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তারা বিশ্বনাথ পৌর শহরের উপজেলা রোডে খুদেজা মঞ্জিল নামের একটি বাড়ির কাছে আসার পর কয়েকজন দুর্বৃত্ত সায়মনের উপর হামলা চালায়। তাদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সায়মন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ