মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে এক মাদকসেবীকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান অাদালত।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে তার কার্যালয়ে এ দন্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মাধবপুর পৌরশহরের গৌর রায়ের ছেলে উত্তম রায় (২৫)।
জানা যায়, মঙ্গলবার সকালে মাধবপুর পৌরশহরের রায় পাড়া থেকে উত্তম রায়কে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে এ দন্ডাদেশ দেওয়া হয়।
মাধবপুর থানার এএসঅাই হেমায়েত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।