• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে যৌতুক মামলা করে নিরাপত্তাহীনতায় গৃহবধূ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে যৌতুক মামলা করে বিপাকে পরেছেন এক নির্যাতিত গৃহবধু। মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে স্বামীর বাড়ির লোকজন। এতে নিরাপত্তাহীনতায় ভূগছে ওই গৃহবধূ ও তার বাবার বাড়ির লোকজন।

জানা যায়, গত বছরের ১লা অক্টোবর ৪ লাখ কাবিনে নাতিরাবাদ এলাকার জিতু মিয়ার মেয়ে রুমা আক্তারের সাথে বিয়ে হয় বড় বহুলা গ্রামের সফর আলীর ছেলে সাহেদ আলীর। বিয়ের পর কয়েক মাস তাদের দাম্পত্ত্য জীবনে সুখ হলেও এক সময় সাহেদ আলী মাদক সেবনের সাথে জড়িয়ে পরে। এক পর্যায়ে টমটম অটোরিক্সা কেনার জন্য রুমাকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার চাপ সৃষ্টি করে। এতে সে রাজি না হলে সাহেদ মিয়া তার উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে রুমা নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যায় এবং হবিগঞ্জ সদর থানায় একটি যৌতুক মামলা দায়ের করে।

এ ঘটনায় মামলার দুই আসামী স্বামী সাহেদ আলী ও শাশুড়ি আজিজুন্নেছাকে আটক করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

এদিকে, মামলা তুলে নেয়ার জন্য সাহেদ আলীর পরিবারের লোকজন রুমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এতে নিরাপত্তাহীনতায় ভূগছে রুমা ও তার বাবার বাড়ির লোকজন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি মৌখিক অভিযোগ দায়ের করেছে বলে জানায় রুমা।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত বলেন- আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ