মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপির সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুজিবুর রহমান। টিআই তানজিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- আনসার ভিডিপি সিলেট রেঞ্জ কমান্ড্যান্ট সারওয়ার জাহান চৌধুরী পিএএম।
সভায় বিশিষ অতিথি ছিলেন- আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট তানজিনা ভিনতে এরশাদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, সদর থানার এসআই সাহেদ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আনসার ভিডিপির সকল কর্মকর্তা-কর্মচারিকে দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচনে হবিগঞ্জ জেলায় ৬ হাজার ৮শ’ ২৬ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।