• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে জায়গা পেল শায়েস্তাগঞ্জের তারেক

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১০ মার্চ, ২০২১

করাঙ্গীনিউজ: আফগানিস্থানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগান যুবাদের বিপক্ষে সিরিজের জন্য ১৬ সদস্যের চুড়ান্ত স্কোয়াড ঘোষনা করেছে। এর মধ্যে জায়গা পেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহমদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন তারেক। তিনি প্রাথমিক দল থেকে চুড়ান্ত দলে সুযোগ পেয়েছেন।

মহিউদ্দিন তারেক ছোট বেলা থেকে পড়াশুনার পাশাপাশি ক্রিকেট খেলার প্রতি মনোযোগি ছিলেন। কোরআনে হাফেজ পড়া শেষ করে ২০১৬ বিকেএসপিতে ভর্তি হন। ইতিমধ্যে তারেক অনূর্ধ্ব ১৬, ১৭ ও ১৮ দলে খেলেছেন। পেস বোলার হিসেবে স্কোয়াডে জায়গা পেলেও ব্যাটিংয়েও যথেষ্ট ভালো তারেক।

স¤প্রতি ইয়ূথ টুর্ণামেন্টে অলরাউন্ডার পারফরম্যান্সের কারণে বিসিবি ঘোষিত ৪৫ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন তিনি।

তারেকের বড় ভাই মিজানুর রহমান রুমান জানান, ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি মনোযোগি ছিল তারেক। হাফেজি পড়ার পাশাপাশি তারেক নিয়মিতভাবে ক্রিকেট খেলেছে। তারেক যে বছর কোরআনে হাফেজ হয় সে বছরই বিকেএসপিতে সুযোগ পায়। এরপর নিয়মিত ভালো পারফরম্যান্সের কারণে অনূর্ধ্ব ১৬, ১৭ ও ১৮ দলেও খেলেছে।

মহিউদ্দিন তারেক জাতীয় দলে সুযোগ পাবেন বলে আশাবাদি পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ