বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের অর্থায়নে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের গরীব ও মেধাবী ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্ধশতাধিক ছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ তুলে দেন।
নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাব সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, শিক্ষানুরাগী শহিদুল ইসলাম বাবু, জালাল মেম্বার, মলাই মিয়া, আছমা বেগম, নারী উন্নয়ন ফোরামের নেত্রী সেলিনা আক্তার, শ্যামলী দেব প্রমুখ।