বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরামে ঘুমন্ত অবস্থায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
বুধবার (১০ মার্চ) সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
আহত ছাত্রী মারজানা আক্তার (১৬) ইকরাম গ্রামের মোস্তাফা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মারজানা তার বসত ঘরে একা ঘুমিয়ে ছিলো। সকালের দিকে পার্শ্ববর্তী বাড়ির একজন তাকে ডাকতে গিয়ে দেখতে পান রক্তাক্ত দেহ অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত ছাত্রী মারজানাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে কে বা কারা তাকে হত্যার করার জন্য এই কাজ করেছে তা কেউ বলতে পারেননি।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, ঘটনার পরের দিন মারজানাকে উদ্ধারের পর হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সকালেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।