• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ঐক্যফ্রন্টে যোগ দিলেন ১০ সাবেক সামরিক কর্মকর্তা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

করাঙ্গীনিউজঃ জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন ১০ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। ঐক্যফ্রন্টে যোগ দিয়ে সাবেক সামরিক কর্মকর্তারা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টে যোগ দেন।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে সাবেক সামরিক কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জোটটিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে ড. কামাল হোসেন অল্পসময়ের জন্য উপস্থিত ছিলেন। পরে তিনি পারিবারিক একটি অনুষ্ঠানের কারণে বের হয়ে যান।

এ সময় গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ১০ জন সাবেক সামরিক কর্মকর্তা গণফোরামের মাধ্যমে আমাদের জোটে যোগ দিয়েছেন। আমরা একটি লড়াই সংগ্রামের মধ্যে আছি। এ দশজন লড়াইয়ে অবতীর্ণ হবেন। বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে শুভ পরিবর্তনের লক্ষ্যে আমরা ৩০ ডিসেম্বর নির্বাচনে যাচ্ছি। বাংলাদেশের জন্য ওই দিনটি চ্যালেঞ্জের।

সাবেক কর্মকর্তারা হলের—মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর (পিএসসি এমডিএস), প্রফেসর লেফটেনেন্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলি, লেফটেনেন্ট কর্নেল (অব.) মোহাম্মদ শহিদুল্লাহ (পিএসসি এমডিএস), মেজর (অব.) মাসুদুল হাসান পিএইচডি, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিক (পিএসসি), স্কোয়াড্রন লিডার (অব.) আলহাজ মো. ফোরকান আলম খান, লেফটেনেন্ট কর্নেল (অব.) এ এফ এম নুরুদ্দিন (পিএসসি), স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ ও স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।

ঐক্যফ্রন্টে যোগ দিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর বলেন, আমরা সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দেশের এই ক্রান্তিকালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি। ড. কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ