বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ: হবিগঞ্জ শায়েস্তাগনজ সড়কে জমাট বাধা মাটি গলে এখন মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। যেকোন ধরণের যানবাহন অতীব সতর্কতা অবলম্বন করে চলাচল করতে হচ্ছে নতুবা ধাক্কা দিয়ে গাড়ী নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে । রাস্তার উপর ১/২ ইঞ্চি শুধু কাদা মাটি। ইতিমধ্যে বেশ কিছু মোটর সাইকেল আরোহী রাস্তায় জমাট বাধা কাদা মাটিতে পড়ে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।।
শনিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে দেখা যায়, পাইক পাড়া থেকে প্রায় ২ কিলোমিটার রাস্তা মোটরসাইকেল আরোহীরা পায়ে হেটে পথ পাড়ি দিচ্ছেন। ইতিমধ্যে অনেকে কাদা মাটিতে পড়ে লন্ডবন্ড হয়েছেন আবার অনেকে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটার জন্য মাটি বহনকারী ট্রাক্টর এবং বালু বহনকারী ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে পিচঢালা রাস্তায় মাটি জমাট বেধেছে, আর বৃষ্টি হওয়ার সাথে সাথে সেগুলো গলে রাস্তায় একাকার হয়ে গেছে। তাছাড়া প্রায়শই এসব ট্রাকটর সাথে দূঘটর্না ঘটে।
রাস্তার পাশ দিয়ে মোটরসাইকেল ধাক্কা দিয়ে নিয়ে আসা এডভোকেট খোকন গোপ বলেন, অনেক কষ্টে মোটরসাইকেল নিয়ে হেটে যাচ্ছি, হাটতে পারতেছিনা, পা স্লিপ করে পড়ে যাচ্ছি ববারবার, পা রাখার কোন অবস্থা নেই। সড়কে এসব অবৈধ মাঠিবাহি যানবাহন চলাচল বন্ধ না করলে এই রাস্তাটি মৃত্যুপুরিতে পরিণত হয়ে যাবে।