মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমসহ চারজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. এনামুল হক সেলিম পেয়েছেন তিন হাজার ২৪২ ভোট। এ পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৯০৩ জন।
জামানত হারানো অন্য প্রার্থীরা হচ্ছেন- নাগরিক সমাজ প্রার্থী মো. শামছুল হুদা (প্রাপ্ত ভোট ৫৭৯), স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওসার (প্রাপ্ত ভোট ১৮১) ও স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান (প্রাপ্ত ভোট ১৬৫)।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলেই প্রার্থী জামানত হারান। সেই হিসাবে যদি কোনো প্রার্থী ওই পরিমাণ ভোট না পান তবে তার জামানত ফেরত পাবেন না।
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আতাউর রহমান সেলিম ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট।
এ পৌরসভায় বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন তিন হাজার ২৪২ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।