• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

রাত পোহালেই হবিগঞ্জ পৌরসভায় ভোট

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ: পঞ্চম ধাপে হবিগঞ্জ পৌরসভার ভোটের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে এসব পৌরসভায়। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা নির্বাচন অফিস। এই পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম (নৌকা), বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান (নারিকেল গাছ), বিএনপি মনোনীত জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) মনোনীত হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল হুদা (হাত পাঁখা), স্বতন্ত্র প্রার্থী মোঃ বশিরুল আলম কাওছার (মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্ট’র আইনজীবি গাজী পারভেজ হাসান (জগ)।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান- নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট। এছাড়াও যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে, বন্ধ রয়েছে প্রচারণা। ২৪টি ভোট কেন্দ্রে ৬৬০ জন পুুলিশ সদস্য সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এ পৌরসভার ভোটার সংখ্যা ৫০ হাজার ৯০৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৬২০ এবং এবং পুরুষ ভোটার ২৫ হাজার ২৮৩ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ