মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে শামীম মেম্বার নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
হাজারো দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রিয় আওয়ামীলীগের সদস্য ডা: মুশফিক হোসেন চৌধুরী।
মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দুই নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শামীম আহমদ মিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছেন।
খেলাধুলার প্রতি তার রয়েছে ভালবাসা। সেই সুবাধে তিনি বিভিন্ন খেলাধুলার আয়োজন করে আসছেন। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে তিনি অন্তত ৫টি টুর্নামেন্টের আয়োজন করেছেন।
অন্তত ২০টি খেলায় বিভিন্ন পুরষ্কার ও সহযোগিতা করে আসছেন শামীম মেম্বার।