করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে জাপা’র উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  জাতীয় পার্টির হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে কমিটি গঠনকল্পে আক্তার হোসেন মনিরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

ফকির কাউছার আহম্মেদের পরিচালনায় এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবুু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মনজু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আহা চৌধুরী শাহীন, জেলা যুবসংহতির আহব্বায় অ্যাডভোকেট শিবলী খায়ের, হবিগঞ্জ জেলা সদস্য জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কদর আলী মোল্লা, জেলা যুব সংহতির আহ্বায়ক এড. শিবলী খায়ের, যুব সংহতির হবিগঞ্জ জেলার সদস্য সচিব কাজল আহম্মেদ, চুনারুঘাট উপজেলার সদস্য সচিব মুহিত আহম্মেদ চৌধুরী।

সভায় সর্বসম্মতিক্রমে আক্তার হোসেন মনিরকে আহ্বায়ক ফকির কাউছার আহম্মদকে সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, উসমান গনি ও আবু তাহেরকে মাধবপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

এছাড়া হাজী আবুল বাশারকে আহ্বায়ক, কবির আহম্মদ ভূইয়াকে সদস্য সচিব ও মিন্টু রায়কে যুগ্ম আহ্বায়ক করে মাধবপুর পৌর জাতীয় পার্টির কমিটির ঘোষণা করা হয়।

উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ