মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
নিজস্বি প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে এনামুল হক সেলিমের বাস ভবনে এ সভা হয়।
এতে বক্তব্য রাখেন পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ এনামুল হক সেলিম।
জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ফারুক আহমেদ, আব্দুল হান্নান, সারফিন চৌধুরী রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, মোশারফ হোসেন মঞ্জু, ফরিদুজ্জামান রণি, হারিছ চৌধুরী, আরিফ চৌধুরী, মাহমুদ, তাউস, মোঃ সিরাজ, সিরাজুল ইসলাম জুয়েল, হারুনুর রশীদ, নিয়াজ উদ্দিন হারুন, মোতাহের হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক এমরান প্রমুখ।
সভায় এনামুল হক সেলিম বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী জনগন শান্তিপূর্নভাবে ভোট কেন্দ্রে যেতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। কোন রক্তচুক্ষু ভোটাররা ভয় করবেন না, তিনি ভোটারদের সকল বাধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানান এবং ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।