বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ ভূমির দলিল হস্তান্তর ও সনাতন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৩ ফ্রেবুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্দেশ্বরপুর গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত (ইসকন) এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
সিলেট এমসি কলেজের (অবঃ) উপাধ্যক্ষ নন্দলাল শর্মার সভাপতিত্বে আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, জ্যোতির্ময় শম্মা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, একটি প্রতিষ্টান করতে হলে ত্যাগ করতে হয়। সে ত্যাগ করেছেন ভূমি দান দিয়ে নন্দলাল শর্মা।
তিনি বলেন, অন্যায়, অত্যাচার, সন্ত্রাস বন্ধ করতে হলে ধর্মীয় অনুভূতি জাগ্রত করতে পারেন। তিনি মন্দির নির্মাণে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা প্রদান করেন।
অনুষ্ঠানে সিদ্দেশ্বরপুর গ্রামের প্রফেসর নন্দলাল শর্মা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কে ৫ বিঘা ( কিয়ার) ভূমির দলিল আনুষ্ঠানিকভাবে দান করেন।
এর আগে মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরুপুজা কীর্তন মেলা ও প্রসাদ বিতরন করা হয়।