শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে চোলাইমদসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার সন্ধ্যায় গোপন সংবদের ভিত্তিতে উপজেলার বেগমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার করগাঁও ইউপির বেগমপুর গ্রামের কালন দাশের স্ত্রী সাথী রাণী দাশ ও একই গ্রামের জন্টু দাশের ছেলে কাজল চন্দ্র দাশ ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই সিদ্দিকুর রহমান বলেন, আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাই মদের ব্যবসা করে আসছিল। তাদের কাছ থেকে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।