মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নবনর্বাচিত মেয়রসহ কাউন্সিলররা আগামী পাঁচ বছর মেয়াদের জন্য দায়িত্ব গ্রহন করেছেন। প্রায় দেড় কোটি টাকা ঋনের বুঝা এখন মেয়র ফরিদ আহমেদ অলির মাথায়।
রবিবার দুপুর ২টায় পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবাগত মেয়র ফরিদ আহমেদ অলি। এসময় সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ বিল, গাড়ীর তেল খরচের বিল, কাউন্সিলরদের সম্মানি ভাতা, কর্মকর্তা-কমর্চারীদের মাসিক বেতন-ভাতাসহ প্রায় দেড় কোটি টাকা ঋণ রয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারী সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নর্বনির্বাচিত মেয়র-কাউন্সিলদের শপথ গ্রহণ করা হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলি ৪০৪১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্ধি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মাসুদউজ্জামান মাসুক। তার প্রাপ্ত ভোট ছিল ৩১৪১।