মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায় হবিগঞ্জে টিকা নিতে নিবন্ধন করেছেন ৬০২২ জন, সিভিল সার্জন বললেন ২৩৬৪ জন এবং রক্ষণা-বেক্ষণের দায়িত্বে থাকা ডা. উমর ফারুক বললেন শুধু ইউজার এডমিন-পাসওয়ার্ড পেয়েছি, এখনই বলা সম্ভব না।
আজ থেকে হবিগঞ্জে করোনার টিকা প্রয়োগ শুরু হবে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহিরকে টিকা প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এদিকে, করোনা টিকা দিতে আগ্রহীরা ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন করা শুরু করেছেন। তবে এখন পর্যন্ত হবিগঞ্জের কতজন ব্যক্তি এই টিকা নিতে নিবন্ধন করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন মাধ্যম থেকে ভিন্ন ভিন্ন তথ্য দেয়া হচ্ছে।
জানা যায়, প্রথম ব্যক্তি হিসেবে হবিগঞ্জ থেকে টিকা নেবেন হবিগঞ্জ সদর শায়েস্তাগঞ্জ ও লাখাই আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। আজ রোববার সকাল ১১টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকার কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
জেলায় করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য ২৪টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিন ডোজার এবং চারজন করে সেচ্ছাসেবি থাকবে। সেই হিসেবে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ৮টি বুথ স্থাপন করা হবে। এছাড়া সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে বুথ বসানো হবে। পাশাপাশি জেলায় দুটি বুথ স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজনে তাদেরকে কাজে লাগানো হবে। আজ শুধুমাত্র ২৩০ জন ব্যক্তিকে এই টিকা দেয়ার লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।
এদিকে, করোনার টিকা নিয়ে স্বাস্থ্যবিভাগের চরম সমন্বয়হীনতা দেখা গেছে। করোনা টিকা নিতে আগ্রহীরা ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন করতে শুরু করেছেন। তবে এখন পর্যন্ত হবিগঞ্জের কতজন ব্যক্তি এই করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন সেটির সঠিক তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন মাধ্যম থেকে ভিন্ন ভিন্ন তথ্য দেয়া হচ্ছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ জেলায় টিকা পেতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২২ জন।
হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান দিলেন ভিন্ন তথ্য। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি জানান, হবিগঞ্জে টিকা পেতে নিবন্ধন করেছেন ২ হাজার ৩৬৪ জন।
অন্যদিকে, টিকা নিবন্ধন অ্যাপের রক্ষণা-বেক্ষণের দায়িত্বে থাকা ডা. উমর ফারুক জানান, ‘শনিবার বিকেলে আমরা অ্যাপের ইউজার এডমিন ও পাসওয়ার্ড পেয়েছেন। যে কারণে কতজন নিবন্ধন করেছেন সেটি এখন বলা সম্ভব হচ্ছে না। তবে আগামীকাল (রোববার) আমরা এ বিষয়ে আপনাদের জানাতে পারব।’