করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যালিটি জেলা সভাপতি তারেকুল ইসলামের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সমাবেশে জেলা সভাপতি তারেকুল ইসলাম বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজের মাঝে ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে।” তিনি বক্তৃতায় ছাত্রসমাজকে ছাত্রশিবিরের পাশে থেকে উন্নত বাংলাদেশ গড়তে আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭৭ সালের এই দিনে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাত্রসমাজের মাঝে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ