করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ পৌর নির্বাচনে ভোট ডাকাতি করতে দেয়া হবে না

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভার বিএনপির দলীয় প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে শহরতলীর বহুলা ও আশপাশের গ্রামের লোকজনের উদ্যোগে পরামর্শ সভা অনুুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের পৌদ্দারবাড়ি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন ২৮ এর বিশিষ্ট মুরুব্বি ফজলুর রহমান শুকুর, আছিব উল্ল্যা, গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিসবাহুল বারী লিটন, বিশিষ্ট মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, নজরুল ইসলাম সিদ্দিকি, আব্দুল জলিল সর্দার, মোঃ কাজল মিয়া সর্দার, সামছুল ইসলাম মতিন, মোঃ ফরিদ উদ্দিন, শেখ আব্দুর রশিদ, মোঃ আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমানসহ এলাকার বিশিষ্ট ও মুরুব্বিগণ।

সভার শুরুতেই বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম।

পরামর্শ সভায় বক্তারা বলেন, পৌরসভায় সকলে মিলে মিশে এনামুল হক সেলিমের জন্য কাজ করতে হবে। আমাদের গ্রামের সন্তান হিসেবে দলমত নির্ভিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের বিজয় নিশ্চিত হবে।

বক্তারা বলেন, এবার পৌরসভা নির্বাচনে কাউকে ভোট ডাকাতি করতে দেয়া হবে না। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেয়া হবে। সুষ্ঠ নির্বাচন হলে আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত হবে বলেও বক্তারা মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ