সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে বালুখেকোদের দ্বারা পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, তাহিরপুরের জাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করে পরিবেশের চরম ক্ষতির করছিল একটি চিহ্নিত সিন্ডিকেট। স্থানীয় সাংবাদিক কামাল হোসেন রাফি সেই অপকর্মের সংবাদ প্রকাশের জন্য ছবি তুলতে গিয়ে বালুখেকোদের হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হন। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জানান বক্তারা। সেইসাথে এর পেছনে গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল ইসলাম, সিদ্ধার্থ রঞ্জন আচার্য্য, শামসুল কাদির মিছবাহ, একে কুদরত পাশা, জসিম উদ্দিন, আমিনুল হক, শহীদনূর আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, সোমবার দুপুরে জাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করা হচ্ছিল। এই ঘটনার ছবি তুলতে যান স্থানীয় সাংবাদিক কামাল হোসেন রাফি। ছবি তুলতে দেখে নদী তীর কাটার সঙ্গে জড়িতরা তাকে মারধর করে। পরে স্থানীয় ঘাগটিয়া চকবাজারে নিয়ে এসে গাছের সঙ্গে বেঁধে রেখে তার উপর নির্যাতন চালানো হয়। পরে পুলিশ তাকে সন্ত্রাসীদের হাত থেকে ছাড়িয়ে আসার পর গুরুতর আহত অবস্থায় স্বজনরা সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করান। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় উঠে।
এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহ সোমবার দিনগত রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কামাল হোসেনের পক্ষ থেকে তাহিরপুর থানায় একটি মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।