করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ ডেস্ক: শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতে কাঁপছে সারা দেশ। এর মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে শীতের তীব্রতায় তেমন হেরফের হবে না।

গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগ এবং সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ ও হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে, ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ