শনিবার, ১০ মে ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্কঃ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশদের ৫২ রানে হারিয়ে সেমিফাইনালে ভারত। প্রথমে ব্যাট করে মিতালির ৫১ রানের ইনিংসে ভর করে ১৪৫ রান তোলে ভারত।
জবাবে রাধা-দীপ্তির দুরন্ত বোলিংয়ের সামনে আইরিশদের ইনিংস শেষ ৯৩ রানে।
বোলিংয়ে নেমে রাধা তুলে নেন তিন উইকেট, দীপ্তি শর্মার ঝুলিতে যায় দুই উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হরমনপ্রীত ও পুনম যাদব। টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেছে ভারতের নারীরা।
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীতরা হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। টুর্নামেন্টে ভারতের পরবর্তী ম্যাচ ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
মিতালি ছাড়া এদিন ভারতের হয়ে রান পেয়েছেন ওপেনার স্মৃতি মান্ধারা। ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।