মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানে ইটের দেয়াল ধ্বসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৮ জানুয়ারী) দুপুরে উপজেলার দেউন্দি চা বাগান ফেক্টরীতে কাজ করতে গিয়ে এঘটনাটি ঘটে। নিহতরা হলেন- বাগানে আমিন মালের পুত্র স্বপন মাল (৩৪), দীনেশ বাকতির পুত্র অজিত বাকতী (৩০)।
দেউন্দি চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি প্রবীর বুনার্জি জানান- তারা বাগানের ফ্যাক্টরীর পুরাতন বিল্ডিং ভাঙ্গার কাছ করছিল। এসময় অসাবধনতাবশত দেয়ালটি ভেঙ্গে তাদের উপরে পড়ে যায়। বাগানের কর্মচারীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিন্তি শর্মা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মাথায় প্রচন্ড আঘাত লাগার কারনে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।