• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জ জেলা ছাত্রসেনার সমাবেশ ও র‍্যালী

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা ছাত্রসেনার ব্যবস্থাপনায় ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ পৌর টাউন হল মিলনায়তনে জেলা ছাত্রসেনা সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক এম.এ কাদিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী মা.জি.আ.।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব আলহাজ্ব শাহ জালাল আহমদ আখঞ্জি, কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সচিব আলহাজ্ব সোলায়মান খান রাব্বানী, জেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক যুবনেতা মুহাম্মদ নুরুল হক চিশতী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জি.এম. শাহাদাত হোসাইন মানিক।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম খান, সাইফুল মোস্তফা, আবুল খায়ের শানু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী, জেলা যুবসেনা সভাপতি হাবিবুর রহমান চৌধুরী হাবিব, সহ-সভাপতি ডাঃ আব্দুল কাদির, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, অর্থ সম্পাদক কাজী হাবিবুর রহমান, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি নূরুদ্দীন ইবনে মালেক,
এসময় বক্তারা বলেন, সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষকে সামনে রেখে ছাত্র সমাজকে আর্দশবান হিসেবে গড়ে তুলতে ছাত্রসেনা ৪১ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। ছাত্রসেনার প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে দেশ প্রেমিক, আর্দশবান নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রসেনার কর্মীদের কাজ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়ন, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন স্তরের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে।
সমাবেশ শেষে টাউন হলের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করে পুনরায় টাউন হলে এসে জমায়েত হয়। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন শাইখুল হাদিস কাজী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী মা.জি.আ.।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মওলানা আব্দুল করিম, যুবনেতা আবু তাহের, যুবনেতা মোশাহেদ আলী, হাফেজ আমিনুল হক, হাফেজ আব্দুল মুহিত,এসএম সুলতান খান, মুহাম্মদ জয়নাল আবেদীন, মোঃ সেলিম মিয়া, মোঃ আবিদুর রহমান, মাওঃ আব্দুল আহাদ, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ