শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গর্ভধারিনী মাকে মারধোর করার অপরাধে ছেলে আঃ আলী (৪০) কে ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহষ্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান এ দণ্ডাদেশ দেন।
মাধবপুর থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, উপজেলার বেঙ্গাডোবা গ্রামের আঃ সাত্তারের ছেলে আঃ আলী প্রায়ই নেশার টাকার জন্য তার মা সহ পরিবারের সদস্যদের মারধোর করত।
স্থানীয় লোকজন বৃহষ্পতিবার সকালে ৯৯৯ এ ফোন করে অফিযোগ করলে থানা পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তাকে এ দণ্ডাদেশ দেন।