শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শুভাশীষ চক্রবর্তী সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অ্যাডজ্যুট্যান্ট মোঃ শাহ আলম, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মোঃ শামসুজ্জামান, উপজেলা প্রশিক্ষক মাসুক মিয়া প্রমুখ।