মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপির বর্তমান সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল।
তিনি ছাতা প্রতিক নিয়ে সভাপতি পদে শেষ বারের মত প্রতিদ্বন্ধিতা করছেন।
তিনি শেষ বাবের মত সকল ভোটারের ভোট দেয়ার আহব্বান জানান। আন্দোলন সংগ্রামে উনার ভূমিকা ছিল সকলের উপরে। তিনি বেশ কয়েকটি মামলার আসামী।
তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে উনার মতামত প্রকাশ করেছে। তা করাঙ্গীনিউজ এর পাঠকদের জন্য হুবহু প্রকাশ করা হয়েছে।
প্রিয় সহকর্মী,
আসসালামুআলাইকুম,
আশা করি ভালো আছেন। বিগত ৩০ বছর আপনাদের সহযোগিতা নিয়ে দল পরিচালনা করেছি। দলের মান- সম্মান রক্ষায় কতটা সক্ষম হয়েছি, এ বিচারের ভার আপনাদের উপর! দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করায়, আমার মনের অজান্তে অনেক ভুল হয়ে থাকতে পারে। এটাই আমার শেষ নির্বাচন, বয়োবৃদ্ধ বয়সে আপনাদের মূল্যবান ভোট আমার সম্মান রক্ষা করবে-এ আমার বিশ্বাস।
ভালো থাকবেন,
আকাদ্দছ মিয়া বাবুল
ছাতা মার্কা ( সভাপতি)