শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ২০১৮ ব্যাচের নবাগত কনস্টবলদের ফুল দিয়ে বরণ করে নিলেন হবিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-সেবা।
এ উপলক্ষে হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বুধবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক নবাগত কনস্টবলদের হাতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার নবাগত কনস্টবলদের সততা দক্ষতা ও আদর্শের সাথে কাজ করার জন্য আহ্বান জানান।