মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় এসএম কেরামত আলী (৪০) নামে এক ব্রাক কর্মী নিহত হন।
সোমবার (১৮ জানুয়ারী) সকাল ৮টায় মোটরসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে উপজেলার মনতৈল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ হালিয়াঘাটে।
সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টায় ব্রাকের কর্মী এসএম কেরামত আলী অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হলে পথিমধ্যে মনতৈল নামক স্থানে দ্রুতগামী একটি পিকআপ ধাক্কা দিয়ে চলে যায়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে লাশ তার গ্রামের বাড়ী পাঠানো হবে বলে জানান ব্রাক লাখাই বুল্লা বাজার শাখার কর্মকর্তা।