করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে কফিন কাঁধে রাস্তায় বিক্ষুব্ধ জনতা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে ট্রাকের চাপায় পরপর তিন দিনে তিনটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ সিলেটবাসী।

সোমবার (১১ জানুয়ারি) রাতে নিহত সজিব ও লুৎফুরের জানাজার নামাজ শেষে বাদ আছর হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের ব্যানারে সিলেট নগরীতে কফিন কাঁধে মিছিল করেছেন ক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে মিছিলটি দরগা মাজার থেকে শুরু করে নগরীর চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের সভাপতি আবু সালেহ মো. তাহের এর সভাপতিত্বে ও সালেক আহমেদের পরিচালনায় বক্তারা বলেন, আমরা মানুষ হয়ে জন্মেছি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করার জন্য নয়। অনতিবিলম্বে নগরীতে ভারী ট্রাকের প্রবেশ বন্ধ করতে হবে। এই বেপরোয়া ট্রাকের কারণে একের পর এক তাজা প্রাণ অকালে ঝরছে। প্রয়োজনে বাইপাস সড়ক ব্যবহার করা হোক।

বক্তারা বলেন, নগরীতে আর যেন ট্রাকের কারণে কারো লাশ না পড়ে। তা না হলে সিলেটের জনগণকে সাথে নিয়ে ট্রাক চলাচল প্রতিরোধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।

সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, আব্দুস সালাম টিপু, এবি মজুমদার রনি, আলী আহসান হাবীব, আজিজ খান সজিব, রাসেল আহমদ খান, ছদরুল ইসলাম লোকমান, গোলাম রাব্বানী, ফারুক আহমেদ, আজহার আলী অনিক, আবুল বাশার, মেহরাজ ভুঁইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, রনি পাল, বাইন উদ্দিন, কাওসার চৌধুরী, মাহমুদুল হাসান, ইবনে জাহান তানভির, কামরান উদ্দিন অপু, মোহাম্মদ রিপন, আতিকুর রহমান অমি, সৈয়দ মিনহাজ, মোস্তাক আহমদ, আশিকুর রহমান তারেক, মোতালিব পাশা, ফারুক আহমেদ(২), গুলশান আহমেদ, মেজ আহমেদ, জাহেদ আহমদ, রাব্বি ইসলাম ও নয়ন মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ