মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগের পথসভায় ককটেল বিস্ফোরণে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরের নতুন বাজার মোড়ে রোববার সন্ধায় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
রোববার (১০ জানুয়ারী) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা পরবর্তী পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুজাহিদ আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় পথসভা শেষে কে বা কারা ককটেল বিষ্ফোরণ ঘটায়।
এসময় আশপাশের লোকজন দিক-বিদিক ছুটোছুটি করতে থাকলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংবাদ লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় তিনটি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করা হয়েছে।
আওয়ামী লীগের সংবাদ সম্মেলন- ককটেল বিষ্ফোরণের বিষয় নিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকেন পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শহরের খালিক মঞ্জিলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীগঞ্জ মোড়ে এসে এক সথসভায় মিলিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোজাহিদ আহমেদ। তার বক্তব্যের শেষ পর্যায়ে বিকট শব্দ করে চারপাশ ধুয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় নেতাকর্মীরা দিক-বিধিক ছুটতে থাকেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩ কর্মী আহত হয়েছেন। তিনি বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে এসে জানতে পারে এখানে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, আমাদের ধারণা আগামী ১৬ জানুয়ারি পৌর নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন। এ ঘটনায় জেলায় সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন- অপর একটি সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী অভিযোগ করেন. নবীগঞ্জ শহরকে উত্তপ্ত করে তুলতে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী অপতৎপরতা চালাচ্ছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে সংবাদ সম্মেলনে ছাবির আহমেদ চৌধুরী এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শান্তির শহর নবীগঞ্জ পৌর নিবার্চনকে কেন্দ্র করে উৎসবে রুপ নিচ্ছে। কিন্তু ঠিক তখনই আমার প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী নানা অপতৎপরতা চালিয়ে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলছেন। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অবৈধ প্রভাব দেখিয়ে অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় মানুষের সাড়া না পেয়ে তিনি বার বার কেন্দ্রীয় নেতাদের নবীগঞ্জ এনে শহরে মিছিল ও স্লেগানের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
ছাবির আহমেদ বলেন, নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পথসভা করে আওয়ামী লীগ প্রার্থী যানজট সৃষ্টি করেন। এতে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় আমি ও আমার সমর্থনকারীদের জড়িত সন্ধেহ করে খালিক মঞ্জিলে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তার কোন ভিত্তি নেই এবং সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন এ বক্তব্য দেয়া হয়ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ঘটনার সাথে জড়িতের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানাই।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমার দলিয় নেতাকর্মী এবং সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। এই পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।