বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষার্থীদের বই পড়ার লক্ষ্যে বই মুখী ও সৃজনশীল কাজে উৎসাহিত করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজালাল সরকারি কলেজ এবং সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে ২ দিন ব্যাপী ভ্রাম্যমান পাঠাগার স্থাপন করে বই বিক্রি করা হয়েছে।
বুধবার বিকেলে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।
আলোঘর প্রকাশনী এবং নিশান পাঠাগারের উদ্যোগে ভ্রাম্যমান বই মেলার আয়োজন করা হয়।
মনতলা শাহজালাল কলেজের অধ্যক্ষ মোজাম্মিল হক এবং সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের জাহির হোসেন ভ্রাম্যমান পাঠাগারের উদ্বোধন করেন।
অধ্যক্ষ মোজাম্মিল হক জানান, শিক্ষার্থীরা দিনে দিনে বই পড়া ছেড়ে দিয়েছে। এটি একটি ভাল উদ্যোগ এতে করে শিক্ষার্থীরা অশুভ কাজ থেকে বিরত থেকে বই পড়ার প্রতি মনোযোগী হবে।