মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘর নির্মাণকে কেন্দ্র করে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তবে উভয় বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধানে পতাকা বৈঠকের আহবান করেছেন।
আজ শুক্রবার সকাল ১১টায় বিজিবি-বিএসএফর মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
ধর্মঘর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবু বখন জানান, ভারত সীমান্তের মোহনপুর বাজারে নোম্যান্স ল্যান্ডে একটি ঘর নির্মাণ করছিল ওই দেশের নাগরীকরা। কিন্তু আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ি সীমান্তর দেড়শ’ গজ দূরে স্থাপনা নির্মাণ করার কথা থাকলে ভারতীয়রা সেটি মানেননি। যে কারণে আমরা তাদেরকে বাঁধা দেই। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি সমাধান করা হয়।
তিনি বলেন, বিষয়টি নিয়ে শুক্রবার সকাল ১১টায় দুই দেশের সীমান্ত রক্ষির মধ্যে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।