শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন অসহায় শীতার্ত রোগীর মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।
বুধবার বিকালে হাসপাতালে কম্বল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম,সহকারী প্রোগ্রামার শুভেন্দু হালদার,সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসহ ষ্টাফ নার্সরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন শীতার্ত রোগীর মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী জানান,প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আসা কম্বল সরকারের নির্দেশনা অনুযায়ী অসহায় শীর্তাত মানুষের মাঝে কম্বল তুলে দিচ্ছি। শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।