মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
কামরুল হাসান: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহন।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। একটানা ভোট গ্রহণ করা হবে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। তবে বেলা বাড়ার সাথে সাথে পুরুষভোটার বাড়বে বলে আশাবাদী প্রার্থীরা।
নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
এই নির্বাচনে দেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দলের দুই মেয়র প্রার্থীসহ ছয় জন মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন। নারী কাউন্সিলর হিসেবে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৩৬ জন। সব মিলিয়ে ভোটযুদ্ধে নেমেছেন ৫৬ জন প্রার্থী। পৌরসভার ১৭ হাজার ৯৬১ ভোটার তাদের নগরপিতা নির্ধারণ করবেন ইভিএম এর বাটন ছেপে।
এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানালেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তাই পৌরসভার সচেতন ভোটারদের মাঝে একটু ভিন্ন আমেজ দেখা গেলেও সাধারণ ভোটাররা রয়েছেন কিছুটা শঙ্কায়। মেশিনে ভোট প্রদান করলে তার আমানত ভোটটি সঠিক প্রতীকে থাকবে কি না এনিয়েও তাদের মনে দীদ্বাদ্বন্ধ।
এদিকে জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনে রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ইভিএমে ভোট দান স্বচ্ছ এবং সহজ। নির্ভূলভাবে ভোট গ্রহণের সঠিক মাধ্যম এটি। জাল ভোট কিংবা কারচুপি করার কোন সুযোগ নেই ইভিএমে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, নির্বাচনে পরিবেশ খুবই ভালো। এখানে ঝুকিপূর্ণ কেন্দ্র নেই, তবে প্রতিটি ভোট কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই পৌরসভা নির্বাচনে প্রার্থী বেশি হওয়ায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুরো পৌরসভার জন্য একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়াও পুলিশ, বিজিবির পাশাপাশি র্যাবও আইন শৃংখলার দায়িত্ব পালন করবেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৬১ জন। তন্মধ্যে মহিলা ভোটার ৯হাজার ১২৬ জন ও পুরুষ ভোটার ৮হাজার ৮৩৫ জন। ইভিএমমে ভোটগ্রহণের দায়িত্ব রয়েছেন ১১ জন প্রিজাইডিং ও ৪৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৯৬ জন পোলিং অফিসার।