শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা ও অসহায় ছিন্নমূল তিনশত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
আজ বুধবার সকালে জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এই কম্বল বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির শীতার্তদের এই কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার,
সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া,আশার হবিগঞ্জ এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরী,আশার
ডিস্ট্রিক ম্যানেজার গোলাম মোস্তুফা, ইউনুস আলী শেখসহ রিজিওনাল ম্যানেজার,ব্রাঞ্চ ম্যানেজার ও লোন অফিসারগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫০জন মুক্তিযোদ্ধা,৪০জন বাকপ্রতিবন্ধী, ১১জন দৃষ্টি প্রতিবন্ধী,৭৫জন বুদ্ধিপ্রতিবন্ধীসহ মোট তিনশত জনের মধ্যে কম্বল
বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র মিসেস নায়ার কবির শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার জন্য আশার কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি সমাজের বিত্তবানদেরকে শীতার্তদের পাশে এগিয়ে
আসার জন্য আহবান জানান।