বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট)প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শনিবার রাতে ওসমানীনগর থানা প্রাঙ্গনে এক আড়ম্বর অনুষ্ঠানের উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি ট্রাফিম(পুলশ সুপার) শহীদুল্লাহ, অতিরিক্তি পুলিম সুপার ওসমানীনগর (সার্কেল) রফিুকুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শন্যণ রেপার্টরি থিয়েটার ঢাকার পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ নারীরর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ নাটক লালজমিন মঞ্চায়ন করা হয়। নাটকের ২৫৪তম পর্বে একক অভিনয় করেন বাংলাদেশের মঞ্চ ও বিভিন্ন টেলিভিশনে সারা জাগানো জনপ্রিয় নাট্য অভিনেত্রী মোমেনা চৌধুরী। নাটক সহ সংবর্ধনা অনুষ্ঠানের পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক দর্শক।