মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স না থাকা, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানো, ট্যাক্স টোকেন না থাকায় ৯টি যানবাহানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে উপজেলার কলিমনগর পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনের ৬৬, ৭২ ও ৭৬ ধারায় জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
এছাড়া, ৩টি গাড়িকে নিয়মিত মামলা দায়েরের জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন হাইওয় থানার উপ-পরিদর্শক মোঃ শাহ জালাল।