• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জ ও মাধবপুরে দলীয় প্রার্থী ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই ধাপে একযোগে দেশের ৬১টি পৌরসভার সাথে নবীগঞ্জ ও মাধবপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় ৬১ জনের নাম ঘোষণা করা হয়।

নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী এবং মাধবপুর পৌরসভায় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাস গুপ্ত। রাহেল বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী মো. সাহাব উদ্দিনের জামাতা।

এদিকে, একই দিনে বিএনপিও তাদের দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত মনোনীত প্রার্থীদের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।

নবীগঞ্জে বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র ছাবির আহমেদ চৌধুরী এবং মাধবপুর পৌরসভায় পেয়েছেন উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২০ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ভোট হবে ১৬ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ