• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ ডেস্ক: বাংলাদেশের নীলফামারির চিলাহাটি ও ভারতের হলিদাবাড়ি রুটে ট্রেন চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে ভার্চুয়াল বৈঠকে তারা যৌথভাবে এটি উদ্বোধন করেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ডাকটিকিট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভারতের রাজধানী নয়াদিল্লীতে বঙ্গবন্ধুকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীরও উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য, দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগেই দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

দুই দেশের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তা হল- কৃষি খাতে সহযোগিতা, হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, নয়াদিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু, বাংলাদেশ-ভারত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরামের ট্রাম্প অব রেফারেন্স এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ