মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মাসব্যাপী “শামীম মেম্বার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর উদ্ধোবন ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের একতা যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
ফিতা কেটে উদ্বোধন ঘোষনা করেন আটগ্রাম নেতা আকাদ্দছ মিয়া বাবুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের প্রভাষক আইয়ূব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি সুমন চৌধুরী, সাবে ছাত্রদল সভাপতি এনামূল হক প্রমূখ। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা।
শামীম আহমদ মিরপুর ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। তিনি মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী।