• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর রশীদ এমরান আর নেই

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

দিদার এলাহী সাজু: পরিচ্ছন্ন রাজনীতিক, প্রতিভাবান ও ক্রীড়ামোদী ব্যক্তিত্ব আমিনুর রশীদ এমরান আর নেই। অকালেই চলে গেলেন না ফেরার দেশে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২ টা ১ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার নামাজে জানাজা আজ বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টায় মিশিগানের ডিট্রয়েটস্থ ‘মসজিদ উন নূরে’ অনুষ্ঠিত হবে। পরে ট্রয়স্থ হোয়াইট চ্যাপেল সিমেট্রিতে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের স্ত্রীর বড় ভাই ইন্তেজার নোমান।

আমিনুর রশীদ এমরান হবিগঞ্জের একজন প্রতিভাবান রাজনীতিক ও ক্রীড়ামোদী ব্যক্তিত্ব হিসেবে সকল মহলে সুপরিচিত ছিলেন।

জীবদ্দশায় তিনি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের নির্বাচিত এ.জি.এস, জেলা ছাত্রদলের সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, হবিগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি এবং জেলা বিএনপি’র সাংগঠনিক ও যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দিগন্ত ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় (বাংলাদেশ সময়) আমিনুর রশীদ এমরানের চির বিদায়ের খবর সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নেমে আসে শোকের ছায়া। আমেরিকায় দাফন হওয়ায় প্রিয়-পরিচিত এ মুখটির সাথে শেষ দেখা হচ্ছে না হবিগঞ্জবাসীর।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ