• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দুবাই থেকে লাশ হয়ে ফিরলেন চুনারুঘাটের গফুর

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

আবুল কালাম আজাদ, চুনারুঘাট (হবিগঞ্জ):
“আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি বিগত ত্রিশ বছর যাবত প্রবাসে ছিলাম। তাই আমি আপনাদের সুখে দু:খে থাকতে পারিনাই। এখন যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি বাকি জীবণটা আপনাদের পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ আমি এক মাস বা দেড় মাসের মধ্যে বাড়িতে আসতেছি, আমার জন্য দোয়া করবেন। আমি যদি ভুলক্রুটি করে থাকি আমাকে সবাই ক্ষমা করবেন” গত ৫ নভেম্বর ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার ঠিক এক মাসের মাথায় ২৮ নভেম্বর তিনি দুবাই সারজা শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন এবং দেড় মাসের মধ্যে তিনি আজ দেশে ফিরলেন, তবে জীবিত নয়, লাশ হয়ে। মঙ্গলবার ভোররাতে দুবাই থেকে দেশে এসে পৌছে প্রয়াতের লাশ।

তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরি গ্রামের প্রবাসী আব্দুল গফুর। তার ইচ্ছা ছিল তিনি দেশে এসে ইউনিয়ন পরিষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন। বিগত ৭ মাস করোনার সময়ে তিনি প্রবাস থেকেও লক্ষ লক্ষ টাকা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। করোনার সময় দেশে এসে গ্রামের ঘরে ঘরে খাবার পৌছে দিয়েছেন। গ্রামের শত শত মানুষকে দিয়েছেন নলকুপসহ বিভিন্ন সুবিধা।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রয়াতের লাশ নিজ বাড়িতে এসে পৌছলে চারদিকে কান্নার রোল পড়ে। শুধু আত্বীয় স্বজন নয়, পাড়াপ্রতিবেশিসহ অনেকেই তার জন্য কান্নায় ভেঙ্গে পড়েন। স্থানীয় চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরীসহ নেতৃবৃন্দ এসে পরিবারকে শান্তনা দেন।

প্রতিবেশিরা জানায়, আব্দুল গফুর প্রায় ৩০ বছর আগে জীবিকার জন্য দুবাই প্রবাসে গমন করেন। প্রতি বছরই তিনি দেশে আসতেন এবং আত্বীয় স্বজন ছাড়াও গ্রামের অসহায় মানুষের পাশে দাড়াতেন। তিনি জীবণের শেষ সময়ে এসে মানুষের সেবা করতে চেয়েছিলেন। কিন্তু অঘোর মৃত্যু তাকে আর মানুষের পাশে থাকতে দেয়নি।

বাদ মাগরিব কালিশিরি গ্রামের মাদ্রাসা প্রাঙ্গনে প্রয়াতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এতে স্থানীয় চেয়ারম্যান, গনমান্য ব্যক্তিবর্গ মুসল্লীরা অংশ নিবেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ